ধারা-১ঃ
ফৌজদারী কার্যবিধি আইন ১৮৯৮ সালের নামকরন করা হয়। ১৮৯৮ সালের ১ম জুলাই থেকে কার্যকরী করা হয়। ফৌজদারী কার্যবিধি আইন বাংলাদেশের সর্বত্র প্রযোজ্য হবে। তবে এই আইন ব্যতীত অন্য কোন সুস্পষ্ট বিধান না থাকায় বর্তমানে ফৌজদারী কার্যবিধি বলবৎ থাকিবে।
ধারাঃ৪(১)(খ)
জামিনযোগ্য অপরাধ
ধারাঃ৪(১)(চ)
আমলযোগ্য অপরাধ
ধারাঃ৪(১)(জ)
নালিশ
ধারাঃ৪(১)(ট)
ইনকোয়ারী
ধারাঃ৪(১)(ঠ)
তদন্ত
ধারাঃ৪(১)(ঢ)
আমলেরঅযোগ্য অপরাধ
ধারাঃ৪(১)(ণ)
অপরাধ
ধারাঃ৪(১)(ত)
থানার ভারপ্রাপ্ত অফিসার
ধারাঃ৪(১)(ধ)
থানা
ধারাঃ৪(১)(ন)
পাবলিক প্রসিকিউটর
ধারাঃ৬
ফৌজদারী আদালতের শ্রেণী বিভাগ
১। দায়রা আদালত
২। মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট
৩। প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট
৪। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট
৫। তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট
ধারাঃ ৯।
দায়রা আদালত
ধারাঃ ১০।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট
ধারাঃ ১১।
জুডিসিয়াল বা বিচারিক ম্যাজিষ্ট্রেট
ধারাঃ ১২।
স্পেশাল ম্যাজিষ্ট্রেট