একজন ছেলে/পুরুষের ব্যাক্তিত্ব প্রকাশ পায় তার চলাফেরা, ব্যবহার, পোশাক-আশাক এবং কাজের মাধ্যমে ।
এই ক্ষেত্রে পুরুষ তার ব্যাক্তিত্ব ধরে রাখার জন্য যে নিয়ম গুলি ফল করতে হবে ….
প্রথমে তার পোশাকের দিকে নজর রাখতে হবে যেমন সময় উপযোগী পোশাক পরিধানের চেষ্টা করা এবং সেটি হতে হবে পরিচ্ছিন্ন, হাতে ঘড়ি এবং সুন্দর দেখে এক-জোরা জুতা(শু) পরিধান করা । হাত-পায়ের নখ এবং মাথার চুল এর দিকে নজর রাখা এবং সবার সাথে আন্তরিকতা বজায় রেখে কথা বলা এবং অত্যান্ত নমনিয়তার সহিত আচরন করা । কথা বলার সময়কালীন মনোযোগ সহ অপর জন এর কথা শুনা এবং নিজে কথা কম বলা । রাত ভর যেগে না থেকে সময় মতো গুমিয়ে যাওয়া । ভালো কজের অংশিধার হওয়া আর যদি সেটাও সম্ভব না হয় অন্তত কারোর ক্ষতি করা থেকে বিরত থাকা ।