উপকরণ :
ময়দা ১ কাপ
ডিম ২ টি
বাটার ১/২ কাপ
চিনি ৩/৪ কাপ
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
বেকিং পাউডার ১ চা.চামচ
ভেনিলা এসেন্স ১/২ চা.চামচ।
❤️❤️প্রস্তুত প্রনালী: প্রথমে বাটার বিট করে নিব।তারপর চিনি দিয়ে বিট করব।তারপর একটা একটা ডিম দিয়ে বিট করব।তাপর বিট বন্ধ করে আলতো হাতে ময়দা, কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার মেশাবো। এসেন্স দিয়ে ভালোভাবে মিশাবো। এবার ৬” মোল্ডে গ্রিজ করে বেটার ঢেলে দিব।। ১৮০ডিগ্রী তাপে ৩০-৩৫ মিনিট বেক করব। তারপর নামিয়ে কেক মোল্ড থেকে বের করে নিব। ঠান্ডা হতে দিব। ৩-৪ ঘন্টা পর কেটে আবার ট্রেতে বিছিয়ে ওভেনে লো হিটে মচমচে না হওয়া পর্যন্ত বেক করব।