Thursday, December 19, 2024
Google search engine
Homeরেসেপিএবার তাহলে কাঁকরোল ভাজির রেসিপি দেখে নেয়া যাক-২০২৪

এবার তাহলে কাঁকরোল ভাজির রেসিপি দেখে নেয়া যাক-২০২৪

পেঁয়াজ-কাঁকরোল ভাজিঃ

যা প্রয়োজনঃ

কাঁকরোল— ২৫০ গ্রাম
পেঁয়াজ মোটা কুচি– ১ কাপ
চেরা কাঁচামরিচ– ৮-১০টি
শুকনামরিচ– ২টি
কালোজিরা– ১ চা চামচ
হলুদ গুঁড়া– সামান্য
তেল– পরিমাণমতো
লবণ– স্বাদমতো

যেভাবে করবেনঃ

কাঁকরোল পাতলা ও গোল করে কেটে বিচি ফেলে ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে তেল গরম করে কালোজিরা ও শুকনামরিচ ফোঁড়ন দিয়ে কাঁকরোল দিয়ে হলুদ ও লবণ মিশিয়ে নিন। কিছুক্ষণ কাঁকরোল ভেজে পেঁয়াজ ও কাঁচামরিচ মিশিয়ে নাড়াচাড়া করুন। পেঁয়াজ সেদ্ধ হয়ে গেলেই চুলা থেকে প্যান নামিয়ে ফেলুন।

**গরম ভাতের সাথে পরিবেশন করুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments