“আমি পদ্মজা “-
পদ্মজা উপন্যাসের কিছু লাইন যেগুলো অদ্ভুত ভাবে মুগ্ধ করেছে…❤️
১.”তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছু নিবো”
২.”আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পের মতো।যখনই দেখি তুমি দাড়িয়ে,,আমার হৃদপিন্ড থমকে যায়”
৩.”সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু আমারই থাক”
৪.”আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী।আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ,তুমি পবিত্র। এতো অমিল নিয়ে কেন হলো মিলন?কেনো কালো অন্তরে ছড়িয়ে ছিলে প্রেমের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত ছিল না”!!!
৫.”তোমাকে দেখার তৃষ্ণা কখনোই মিটবে না,,,,,,পদ্মাবতী “,,,!!!
৬. ও পৃথিবী….
সবাইকে বলে দিও…. আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বাঁ পাশেই হয় আমি তাকে ভালোবাসি🥀🥀
পদ্মজা উপন্যাস পরলেই বুঝা যায়,ভালোবাসা কখনো রূপ দেখে হয় না।যদি রূপ দেখে ভালোবাসা হতো তাহলে
ভূবনমোহিনী রূপসী পদ্মজা!শ্যামবর্ণের এক পুরুষকে ভালোবেসে থমকে যেত না।
-আর মৃদুলের মতো সুদর্শন ছেলেও পূর্ণার মতো মেয়েকে ভালোবেসে পাগল হতো না!!💔💔😅
“পদ্মজা” উপন্যাসের হেমলতার’ শ্রেষ্ঠ উক্তি-
‘শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই।কারণ মানুষ আঘাত করে কাঁদানো জন্যই’।